মিথ্যা মামলা দায়ের হলে আপনার করণীয়
মিথ্যা মামলা দায়ের হলে আপনার করণীয় আইন যোদ্ধা 3 টি মন্তব্য নির্বাচিত বিবিধ বিষয় সৃষ্টির আদিকাল থেকেই মানুষে মানুষে , গোত্রে গোত্রে শত্রুতা চলে আসছে । কাজীর কাছে মিথ্যা নালিশ দিয়ে আগেও নিরীহ মানুষদেরকে হয়রানী করা হত । বর্তমানে কথায় কথায় মিথ্যা মামলা দিয়ে অযথা মানুষকে হয়রানী করা হয় । বর্তমানে মামলা হলো এমন একটি অস্ত্র যা দিয়ে প্রতিপক্ষ কে সহজেই কাবু করা যায় । বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষ হলেতো কথায় নেই । তাছাড়া বর্তমানে আরেক টি বিষয় উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে । সেটা হল স্ত্রী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে স্বামীকে শায়েস্তা করা । যৌতুক নিরোধ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন এক্ষেত্রে মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে । আদালতের মৌলিক কাজ হচ্ছে অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি বিধান করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আইনের আশ্রয় নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সুবিচার পাবে এটাই প্রত্যাশিত। কিন্তু মাঝে মাঝে দেখা যায় প্রতিপক্ষকে সামাজিকভাবে হেয় করতে বা হয়রানি করতে মিথ্যা মামলা রুজু করা হয়। ...